সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের যষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বিতরণের সরকারি বই বিক্রির অভিযোগে অফিসের অফিস সহায়কসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
জানা গেছে, গত রোববার মাধ্যমিক অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ বই বিতরণের গোডাউন সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ সরকারি ডিগ্রী কলেজের হলরুম হতে ২০২৩ শিক্ষা বর্ষের যষ্ঠ শ্রেণির ৩০০, সপ্তম শ্রেণির ৭ হাজার ৮০০, অষ্টম শ্রেণির ২ হাজার ৬০০ এবং নবম শ্রেণির ৮০০ নতুন বই বিক্রি করে । বইগুলো হলুদ কালারের একটি পিকআপে করে ঢাকা নেয়ার পথে সিরাজগঞ্জ জেলাধীন বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ চালক শ্যামল মিয়া ও হেলপার রাসেল মিয়াকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় আটক করে।
পরে তাদের দেয়া তথ্য মোতাবেক বইগুলো সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদের নিকট হতে সংগ্রহ করেছে বলে জানায়। মাজেদ সুন্দরঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে। এরপর সুন্দরগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করালে রোববার রাতে মাজেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাবাদে মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করে। রাতেই থানা পুলিশ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, ডি ডাব্লিউ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একে এম এ হাবীব সরকারকে সাথে নিয়ে বইয়ের গোডাউন তল্লাশি করে। তল্লাশির এক পর্যায় দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের পর অবশিষ্ট যষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির ১১ হাজার ৫০০ নতুন বই গোডাউনে নেই চুরি হয়েছে।
এ নিয়ে আজ সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে থানায় মামলা করেন। জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, দীর্ঘদিন হতে অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ গোডাউন হতে বই বিতরণ করে আসছেন। সে মোতাবেক তার নিকট গোডাউনের চাবি থাকে। রোববার নতুন কারিকুলামের প্রশিক্ষণ নিয়ে তিনি ব্যস্ত থাকার কারণে গোডাউনের খোঁজ খবর রাখতে পারেননি। তিনি সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশের নিকট জানতে পেয়েছেন। যষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির ১১ হাজার ৫০০ নতুন বই চুরির বিষয়টি স্বীকার করেছেন তিনি।
থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, প্রাথমিক জিজ্ঞাাসাবাদে অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর সোমবার বিকালে সুন্দরগঞ্জ থানা পুলিশকে সিরাজগঞ্জ জেলাধীন বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের নিকট জব্দকৃত বইসহ পিকআপ ও আটক চালক এবং হেলপারকে উদ্ধারের জন্য পাঠানো হয়েছে। আটককৃত অফিস সহায়ক, চালক ও হেলপারকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।
উপজেলা নিবার্হী অফিসার জানান, বিষয়টি জানার পর অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে। তবে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।