Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৮-২০২৪, সময়ঃ রাত ০৭:১২

সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা

সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক►

সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের দাবিতে গাইবান্ধায় ‘সম্প্রীতির পদযাত্রা’ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

আজ (শুক্রবার, ২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে গাইবান্ধা পৌর পার্ক থেকে পদযাত্রাটি বের করা হয়। জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও পৌরপার্কে এসে পদযাত্রাটি শেষ হয়।

এর আগে, পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ করে সংগঠনটি। 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি বিপুল কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জেলা সভাপতি  অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির জেলা সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবিব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোরর্শেদ বাবু এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মাধবী সরকার প্রমুখ। এছাড়াও সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা এতে অংশ নেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad