Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:১৩

সম্পত্তি দখলের অভিযোগে মিঠাপুকুরে মানববন্ধন

সম্পত্তি দখলের অভিযোগে মিঠাপুকুরে মানববন্ধন

মিঠাপুকুর সংবাদদাতা ►

সম্প্রদায়ের সম্পত্তি দখল এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মিঠাপুকুরে স্থানীয় প্রেসকাবের সামনে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামের হরিশ চন্দ্র বর্মণের পে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র মহন্ত। 

তিনি বলেন, পশ্চিম মুরাদপুর গ্রামের হরিশ চন্দ্র বর্মণের পৈতৃক সূত্রে পাওয়া ৩৫ শতক জমি গত বছরের ৪ ডিসেম্বর জোরপূর্বক দখল করেন স্থানীয় আসলাম ওরফে আশিকুর রহমান। পরে তিনি সেখানে একটি পুকুর খনন করেন। 

এ নিয়ে গত ১৫ মার্চ স্থানীয় সালিশ বৈঠকে দুই মাসের মধ্যে হরিশকে বাজার দামে টাকা পরিশোধ করতে রাজি হন আশিকুর রহমান। কিন্তু পরে সেই টাকাও আর পরিশোধ করেননি এবং জমির দখলও ছাড়েননি। এখন উল্টো হরিশ ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আসলাম।

সংবাদ সম্মেলনে হরিশ চন্দ্র বর্মণের পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মিঠাপুকুর প্রেস কাবের সামনে মানববন্ধন করেন তারা।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad