নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা ফায়ার সার্ভিসের সামনে অজ্ঞাতনামা অটোরিক্সায় যাত্রীবেশি ছিনতাইকারীর কবলে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র সোহেল রানা। অত:পর মোবাইল, টাকা ও হাতঘড়ি ছিনিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।
শিক্ষার্থী সোহেল রানা বলেন, পলাশবাড়ী থেকে সিএনজিযোগে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গাইবান্ধায় আসি। পরে বাসটার্মিনাল থেকে শহরের পুরাতন ব্রীজে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দিলে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সামনে আসলে দুজন যাত্রী অটোরিক্সা থামান। এসময় অটোর পিছনের সিটে বসে থাকা একজন সামনের সিটে বসলে সে পিছনের সিটে বসেন।
পরে পাশে থাকা ছদ্দবেশী যাত্রী সোহেল রানার সাথে কথা বলার এক পর্যায়ে তাকে গলায় ছুড়ি ধরে ভয় দেখিয়ে কাছে থাকা দুটি মোবাইল, টাকা ও হাতঘড়ি ছিনতাই করে পালিয়ে যায়। তাদের ধরতে অটোরিক্সা চালককে চিৎকার করতে বললে চালক নীরব ভূমিকা পালন করে। এতে করে থানা পুলিশের তৎপরতার অভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন।