Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৫-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৫

সংবাদ সম্মেলনের সংশোধনী সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনের সংশোধনী সংবাদ সম্মেলন

সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে চাকরি দেওয়ার নামে কৃষক লীগ নেতার বিরুদ্ধে ৭ টাকা গ্রহণের অভিযোগ ” শিরঃনামে গত ৭ মে দৈনিক মাধুকরে ৩য় পাতায় ১ম কলামে প্রকাশিত সংবাদটির “পুলিশ কনস্টেবল” পদের স্থলে জেল কারারক্ষী পদ পড়তে হবে। সোমবার (৮ মে) রাতে সাদুল্লাপুর প্রেসক্লাবে চাকুরি প্রার্থী রায়হান মিয়ার বাবা সেকেন্দার আলী আয়নাল উপস্থিত হয়ে দ্বিতীয়বার আবারো এক সংবাদ সম্মেলনে এই সংশোধনী উপস্থাপন করেন।

তিনি বলেন, গত ৬ মে আমি সাদুল্লাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে একটি সংবাদ সম্মেলন করি। উক্ত সম্মেলনে আমার লিখিত বক্তব্যে ভুলবসত: “জেল কারারক্ষী” পদের স্থলে “পুলিশ কনস্টেবল” পদ উল্লেখ করেছিলাম। মূলত: জেল কারারক্ষী পদে আমার ছেলের চাকুরির জন্য আমি বকুল বিশ^াসকে ৭ লাখ টাকা দিয়েছিলাম। তিনি আরও বলেন, এছাড়া বিষয়টি মিমাংসার কথা বলে বকুল বিশ^াসের ছোট ভাই গোলাম আজম আমার কাছে থাকা বকুল বিশ^াসকে টাকা দেওয়ার চেকের ফটোকপি এবং ষ্ট্যাম্প নেন।  কিন্তু পরবর্তীতে বিষয়টি মিমাংসা না করে উল্টো আমার ছেলেসহ কয়েকজনের নামে অপহরণ মামলা দায়ের করেন।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad