সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
শেখ হাসিনার সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হিন্দুদের ওপর নির্যাতন এবং সংঘাত-সহিংসতার প্রতিবাদে সাদুল্লাপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর বহুমূখি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাদুল্লাপুর বহুমূখি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। সেখানে অবস্থান কর্মসুচি পালন করে। সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মালম্বীবৃন্দ এর ব্যনারে এইসব কর্মসূচির পালন করে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দীলিপ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার বিবেকানন্দ সরকার, সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সভাপতি তরুন সাহা, সহসভাপতি সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক লিটন কুমার সরকার, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা রতন চন্দ্র অধিকারী, উপজেলা ভুমি অফিস চত্বর কালী মন্দিরের সাধারণ সম্পাদক নরেশ সাহা, রতন চন্দ্র অধিকারী, রিপন বর্মন, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব সরকার, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি শ্রাবন সাহা ও সাধারণ সম্পাদক জয় চন্দ্র সরকার, রমনীকান্ত সরকার প্রমুখ।
এছাড়াও এসব দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধা জেলা তাতী দলের আহবায়ক সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মওলানা সিরাজুল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। সনাতন সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা, হিন্দু মা-বোনদের লাঞ্ছিত করা হয়েছে। এসব ঘটনার তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনা এবং সামগ্রিকভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চত করার দাবি জানান তারা।