Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২১

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গাইবান্ধায় শারদীয় দুর্গোৎসব শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গাইবান্ধায় শারদীয় দুর্গোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

কল্পারম্ভ, বোধন আমন্ত্রণ ও অধিবাস দিয়ে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গাইবান্ধায় শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) সকাল৮টা ৩৫ মিনিটে গাইবান্ধাব্রীজরোড দূর্গাবাড়ী মন্দিরের বেল গাছের তলায় ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়৷ 

পূজাপরিচালনা করেন ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দিরের পুরোহিত দিলীপ চক্রবর্তী। আগামী ২৪ অক্টোবর বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জন মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

জানা গেছে, শনিবার সপ্তমীরপূজা সকাল ৭ টা ৪০মিনিটে শুরু হয়ে ৯ টা ৫৭মিনিট ১৬ সেকেন্ড শেষহবে। রবিবার মহাঅষ্টমীর পূজা সকাল ৯ টা ৫৭মিনিট মধ্যে দুর্গা দেবীর মহাষ্টম্যদি কল্পারম্ভ প্রবেশ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহা অষ্টমিবিহীত পূজা শেষ হবে। সকাল ১১টায় আদর্শ কলেজ সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দিরেঅনুষ্ঠিত হবে কুমারী পূজা। 

সন্ধিপূজাবিকাল ৫ টা ২৩মিনিট ১২ সেকেন্ড শুরুহয়ে সন্ধ্যা ৬ টা ১১মিনিট ১২ সেকেন্ডে সন্ধিপুজাসমাপন হবে। সোমবার মহানবমী ৯ টা ৫৭মিনিট ২৭ সেকেন্ডে শেষহবে। পরদিন মঙ্গলবার সকাল ৯ টা ৫৭মিনিট ২৭ সেকেন্ডে দশমীবিহীত পুজা সমাপনাস্তে বিসর্জন। পরে প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণেরমধ্যদিয়ে পাঁচদিনব্যাপী এ উৎসব শেষ হবে।

দুর্গাএবার ঘোটক (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ শোক হানাহানি মারামারি বাড়বে। অন্যদিকে, কৈলাশে (ঘোড়ায় চরে) বিদায় নেবেন। পূজায় সন্ধ্যায় সারা দেশে অনুষ্ঠিত হয় দশভূজা দেবীরবোধন, আমন্ত্রণ ও অধিবাস। এবারস্বামীগৃহ থেকে পিতৃগৃহে দেবীর আগমন হবে ঘোড়ায় চড়ে।

গাইবান্ধারঅতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহআল মামুন বলেন, দুর্গাপূজা ও যানজট নিরসনেগাইবান্ধায় নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সদর থানা পুলিশ, আনসার, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। পুলিশ ও র‌্যাবের পাশাপাশিপ্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad