পীরগাছা (রংপুর) প্রতিনিধি►
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে ফেরার সময় নবাব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রে ভোট দিয়ে বেড়িয়ে যাওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।
নিহত নবাব আলীর বাড়ি ওই এলাকার পশ্চিম সোনারায় কারবালা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেড়িয়ে যাচ্ছিলেন নবাব আলী। এ সময় গেটের কাছে অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আমিনুল ইসলাম বলেন, এর আগেও বাবা দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এবারও হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বিষয়টি নিশ্চিত করেন।