• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৫-২০২৪, সময়ঃ সকাল ০৮:২৪
  • ১৪ বার দেখা হয়েছে

দেশের ৫৯ জেলার ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু

দেশের ৫৯ জেলার ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু

মাধুকর ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। চার ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯ উপজেলা পরিষদের ভোটগ্রহণ উৎসবের আমেজের শুরু হয়েছে।

১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রায় ১৬০০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে প্রথম ধাপের নির্বাচনে।

উপজেলা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের প থেকেও সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে প্রথম ধাপে পাঁচ উপজেলার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২১ মে দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায়, ২৯ মে তৃতীয় ধাপে ১১০ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫০টির বেশি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়