নিজস্ব প্রতিবেদক ►
“ন্যায্যতাভিত্তিক বিনিয়োগ: শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর যৌথভাবে আয়োজিত এ্যডুকেশন আউটলিড এএসএ প্রকল্পের সহযোগিতায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ ছিন্নমূল মহিলা সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপুর্ণ অনুষঙ্গ। গ্লোবাল ক্যা¤েপইন ফর এডুকেশন (GCE)-এর নেতৃত্বে ২০০০ সাল থেকে প্রতিবছর শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন করা হয়। জিসিই-র সদস্য ও অংশীজনরা বিশ্বব্যাপী শিক্ষার অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করে একটি ইস্যুকে কেন্দ্র করে তা সমাধানের জন্য বিভিন্ন রকম এডভোকেসি ও ক্যাম্পেইন উদ্যোগ গ্রহণ করেন। এ বছর ২৯ মে- ২ জনু শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপিত হচ্ছে। শিক্ষায় বাজেট বৃদ্ধির বিষয়টি এ বছর গুরুত্ব পেয়েছে। এ বছরের থিম- Investing in a Just World: Decolonising Education Financing Now! এর বাংলায় ভাবানুবাদ করা হয়েছে “ন্যায্যতাভিত্তিক বিনিয়োগ: শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান”।
ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এস এম শামীম আহসান, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি মোঃ আকমল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইদ হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি মোঃ হামিদুর ইসলাম। মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন শিউশ এর প্রেসিডেন্ট ড. শফিউল ইসলাম ভূইয়া, গাইবান্ধা প্রেসক্লাব এর সাহিত্য সম্পাদক উত্তম কুমার সরকার, শিক্ষক প্রতিনিধি উজ্জল চক্রবর্তী, রোকনুজ্জামান ফারুক, ছাত্রী মোছাঃ রিমা খাতুন, ইউপি সদস্য শবরি বেগম প্রমুখ, এছাড়াও আলোচনায় অংশ গ্রহন করেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সিভিল সোসাইটি নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, অভিভাবক, এসএমসি সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি, সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৬০ জন ব্যক্তিবর্গ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শারমিন সুলতানা। আলোচনা সভা শেষে একটি র্যালি শহর প্রদক্ষিন করে।