মাধুকর ডেস্ক ►
শুরু হয়েছে সনাতন ধর্মের মানুষের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবে আজ মহাসপ্তমী। গাইবান্ধাসহ দেশের সব মন্দির-মণ্ডপে আজ শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয় সকাল ৬টা ১০ মিনিটে। এছাড়াও দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলবে বলে জানান পূজা আয়োজকরা।
যদিও দুর্গাপূজা শুরু হয় শুক্রবার থেকে, তবে মহালয় থেকে দেবী আসার ঘণ্টা বেজে যায়। মহালয়াতেই দেবী আসার ঘণ্টা বাজে আর বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন।
আগামীকাল রবিবার (২২ অক্টোবর) অষ্টমী, সোমবার ( ২৩ অক্টোবর) মহানবমী এবং মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমীর মাধ্যমে বিদায় নেবেন দুর্গা দেবী।