Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৭-২০২৩, সময়ঃ দুপুর ০২:০৪

লাখ টাকার গরুর চামড়া বিক্রি হল ২০০ টাকায়

লাখ টাকার গরুর চামড়া বিক্রি হল ২০০ টাকায়

সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►

চামড়া ব্যবসায়ীদের কারসাজি ও সিডিকেটের কারনে লাখ টাকা দামের গরুর চামড়া বিক্রি করতে হল ২০০ টাকায়। ছাগলের চামড়া বিক্রি না হওয়ায় মাটি পুতে রেখেছে অনেকে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঈদের কুরবানির পশুর চামড়া নিয়ে চরম হতাশার মধ্যে দিয়ে পানির দামে এবং মাটিতে পুতে রাখতে বাধ্য হয়েছে কুরবানি দাতাগণ। অনেকে সরকারি সু-ব্যবস্থাপনার অভাবকে দায়ি করেছেন। 

জানা গেছে, গত ১০-১৫ বছর আগে একটি গরুর চামড়া ৫০০-১০০ টাকা এবং ছাগলের চামড়া ২০০-৫০০ টাকায় বিক্রি হত। ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে স্থানীয় এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের মাধ্যমে চামড়া ক্রয় করা হত। সেই প্রথা বিগত ১০ হতে উঠে গেছে। সে কারনে অনেকে চামড়ার অর্থ হতে বঞ্চিত হয়ে পড়েছে। চামড়া ব্যবসায়ীদের কারসাজির কারনে বর্তমানে চামড়া নিয়ে বিপাকে মাংস বিক্রেতাগণ। 

শান্তিরাম ইউনিয়নের গরু কুরবানি দাতা হাফিজার রহমান জানান, রাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনেছি। অথচ চামড়া বিক্রি করত হল ২০০ টাকায়। এটি আজব ঘটনা, তার জীবনে। তিনি আরও বলেন সেই চামড়া বিক্রি করতে গিয়ে অনেক হতাশায় পড়তে হয়েছিল তাকে। 

ছাগল কুরবানি দাতা আব্দুল মান্নান আকন্দ জানান, চারটি ছাগলের চামড়া বিক্রি না হওয়ায় মাটিতে পুতে রাখতে হয়েছে। ঈদের দিন রাত পর্যন্ত অপেক্ষ করে পরদিন সকালে মাটিতে পুতে রাখতে হয় চামড়া। 

চামড়া ব্যবসায়ী আবু বক্কর মিয়া জানান, আদর থেকে যে ভাবে দাম নির্ধারন করে দেয়া হয়েছে, সে ভাবে তারা চামড়া ক্রয় করেছেন। তারপরও তাদেরকে লোকসান গুনতে হয়েছে। এনিয়ে ইসলামী ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধির কোন মতামত পাওয়া যায়নি।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad