Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০০

রোহিঙ্গাদের তিন মিলিয়ন ডলার দেবে দক্ষিণ কোরিয়া

রোহিঙ্গাদের তিন মিলিয়ন ডলার দেবে দক্ষিণ কোরিয়া

মাধুকর ডেস্ক►

দক্ষিণ কোরিয়া মানবিক সহায়তা হিসেবে তিন মিলিয়ন মার্কিন ডলার দেবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের। আজ বুধবার (২৬ জুলাই) ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাস রোহিঙ্গাদের জন্য এ সহায়তার ঘোষণা দেয়।

কোরিয়ান দূতাবাস জানায়, রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার এ মানবিক সহায়তা বাংলাদেশে থাকা জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা-ইউএনএইচসিআর, আইওএম, উব্লিউএফপি ও ইউনিসেফের মাধ্যমে দেওয়া হবে।

দূতাবাস বলছে, দক্ষিণ কোরিয়া ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য বছরে গড়ে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া অব্যাহত রেখেছে। জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) সমর্থনে এলপিজি, শিক্ষা ও খাবারের ব্যবস্থাসহ গত ছয় বছর ধরে কোরিয়ার অর্থায়ন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

কোরিয়া বলছে, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপকে সমর্থন করে দক্ষিণ কোরিয়া। দেশটি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন সমর্থন করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad