নওগাঁ প্রতিনিধি►
সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে যুব ঋণের চেক ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।
সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারী বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ১১জন যুবক ও যুব মহিলাদের মাঝে মৎস্য চাষ, গবাদিপশু পালনসহ বিভিন্ন প্রকল্পের আওতায় ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ।