Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:১৪

রাজারহাটে বাসদ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজারহাটে বাসদ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ ঘর থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে এবং শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয়।

এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুশ্চিতায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই বাসদ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তারপরেও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad