সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভার হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার নিয়ন্ত্রণ রাখা এবং মেয়াদ উর্ত্তীন পণ্য বিক্রি না করার জন্য সচেতনতা মুলক প্রচারণা অব্যাহত রয়েছে।
এনিয়ে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাজার মনিটরিং কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুল হুদা সরকার, উপজেলা প্রেসক্লাব সাধারন সস্পাদক এ মান্নান আকন্দ, বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক এস এম নাহিদ আলম রাব্বি,মীরগঞ্জ বাজারের ইজাদার রানা মিয়া প্রমুখ।