Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে

রংপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্‌যাপিত

রংপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্‌যাপিত

পিআইডি, রংপুর►

‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’—এই প্রতিপাদ্যে রংপুরে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উদ্‌যাপিত হয়েছে। 

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সকালে রংপুর জেলাপ্রশাসক সম্মেলনকক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন রংপুরের স্থানীয় সরকার উপপরিচালক মোঃ ময়নুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপপরিচালক বলেন, স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সম্পদগুলোকে কাজে লাগানোর পাশাপাশি নিজস্ব কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তিনি গ্রাম আদালতের কার্যক্রম সচল রাখতে ইউনিয়ন পরিষদকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: মামুন অর রশীদ। অনুষ্ঠানে রংপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad