• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১৩
  • ৪১ বার দেখা হয়েছে

রংপুর বিভাগে সৌরসেচের আওতায় ১ হাজার বিঘা জমি

রংপুর বিভাগে সৌরসেচের আওতায় ১ হাজার বিঘা জমি

রংপুর সংবাদদাতা

কৃষিকাজে সৌরবিদ্যুতের ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত ৬ বছরে ‘সৌরবিদ্যুৎ চালিত সেচপাম্প স্থাপনের মাধ্যমে কৃষি সেচ’ প্রকল্পের অধীন রংপুর বিভাগের পাঁচ জেলায় (রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও) ১ হাজার বিঘা কৃষিজমি সৌরসেচের আওতায় এসেছে। 

২০১৮ সালের জুলাই থেকে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের আওতায় রংপুর বিভাগে ৫৫০টি সৌর সেচপাম্প স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এর মধ্যে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর অধীন ১২৫টি, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর অধীন ১২৫টি, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর অধীন ১২৫টি, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর অধীন ৭৫টি এবং ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির অধীন ১০০টি।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রংপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৪৮টি সৌর সেচপাম্প স্থাপিত হয়েছে এবং এগুলোর কার্যক্রম শুরু হয়েছে। অবশিষ্ট ৫০২টি সৌর সেচপাম্পের মধ্যে ৭৬টির কাজ চলমান। 

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের আওতায় সকল সৌর সেচপাম্প স্থাপন সম্পন্ন হলে রংপুর বিভাগের প্রায় ১১-১২ হাজার বিঘা কৃষিজমি সৌরসেচের আওতায় আসবে। সৌরসেচ সাশ্রয় ও নির্বিঘ্ন হওয়ায় কৃষকের মাঝে তা জনপ্রিয় হচ্ছে। সৌরসেচ দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়ার পাশাপাশি বিপ্লব ঘটানো সম্ভব হবে।

উল্লেখ্য, ‘সৌরবিদ্যুৎ চালিত সেচপাম্প স্থাপনের মাধ্যমে কৃষি সেচ’ প্রকল্পের আওতায় সারা দেশে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত অগভীর সেচপাম্প স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়