বৈশাখের উত্তপ্ত খরতাপ ব্রহ্মপুত্র জলরাশি মৃদু স্রোত আর হাঁটু জল নদীর বক্ষে অসংখ্য চর জেগে উঠেছে হারিয়েছে তার তীব্র গতি স্রোত মাথার উপর গনগনে উত্তাপ কে উপেক্ষা করে দুই মৎস্য শিকারি মৎস্য শিকারের অফুরন্ত প্রচেষ্টা ছবিটি গাইবান্ধা বালাসি ব্রহ্মপুত্র নদী থেকে তুলেছেন ফটো সাংবাদিক উত্তম সরকার।