Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৪-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩৩

মানুষের ভালবাসায় সিক্ত হয়ে-বিদায় নিলেন ইউএনও মারুফ

মানুষের ভালবাসায় সিক্ত হয়ে-বিদায় নিলেন ইউএনও মারুফ

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি  ►

সকল স্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। গত সোমবার উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা পরিষদের আবাসিক এলাকা হতে পায়ে হেটে পৌর শহরের বাইপাস মোড়ে এসে গাড়িতে উঠে চলে যান নতুন কর্মস্থলে।

মঙ্গলবার তিনি বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছরের মধ্যে এই কোন ইউএনও উপজেলায় আড়াই বছর সময়কাল ব্যাপী অবস্থান করেন। সে কারনে মানুষের ভালবাসা তাকে সিক্ত করেছে। সহকারি কমিশনার ভুমি  মো. মাসুদুর রহমান  উপজেলা নিবার্হী অফিসারের ( চলতি দায়িত্ব ) দায়িত্ব পালন করছেন।

বিদায় কালে ইউএনও মোহাম্মদ আল মারুফ বলেন মাঠ প্রশাসনে সুন্দরগঞ্জ উপজেলা তাঁর প্রথম কর্মস্থল। দীর্ঘ আড়াই বছরে তিনি উপজেলার সকল স্তরের মানুষের অনেক সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে তিনি স্থানীয় সাংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর যে আন্তরিক সহযোগিতা পেয়েছেন, সেটি বাংলাদেশের মধ্যে নজির বিহীন।

এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান , গণমাধ্যম কর্মীসহ সকল স্তরের মানুষের যে সহযোগিতা এবং ভালবাসা পেয়েছেন সেটি অমৃত্যু স্বরণ রাখবেন। তিনি তাঁর আড়াই বছর অবস্থান কালিন সময়ের বেশ কিছু কর্মকান্ডের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন একটি উপজেলা পরিচালনার ক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে কাজ করার বিকল্প নেই।

 উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার জানান, ইউএনও মোহাম্মদ আল মারুফ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে কারনে তার মধ্যে স্বাধীনতার চেতনা অনেকটা বেশি ছিল। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সকল স্তরের মানুষের সাথে কাজ করার মানষিকতা ছিল তার। 

সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সুন্দরগঞ্জ কোন ইউএনও এতদিন স্থায়ী হতে পারেন নাই। তিনি সাংবিধানিক অবস্থান থেকে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক নেতাকর্মীর সাথে তার সর্ম্পক ভাল ছিল। তিনি একজন দায়িত্বশীল অফিসার ছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad