Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৮-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৭

মাধুকরে সংবাদ প্রকাশের পর মা-মেয়ে পেলেন আপন ঠিকানা

মাধুকরে সংবাদ প্রকাশের পর মা-মেয়ে পেলেন আপন ঠিকানা

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

মাধুকর ডট নিউজ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সুন্দরগঞ্জে মা ও মেয়ে ফিরতে চান পরিবারের কাছে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে বাক প্রতিবন্ধী (বোবা) মা ও তার তিন বছর বয়সী মেয়ে ফিরে পেলেন আপন ঠিকানা।

গেল রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম তাঁর কদমতলাস্থ ব্যক্তিগত কার্যালয়ে ওই প্রতিবন্ধির মামাতো ভাই মো. সাদ্দাম শেখসহ স্বজনদের হাতে তাকে হস্তান্তর করেন। 

সাদ্দাম শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফতুল্লাপুর গ্রামের অহেদ আলী বাবুর ছেলে। জানা গেছে, ওই প্রতিবন্ধীর বাবা ও মা কেউ নেই। স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়।

ওই প্রতিবন্ধি ও তার মেয়ে পথ ভুলে আটকা পড়ে সুন্দরগঞ্জ উপজেলা সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের আব্দুর বাজ্জাকের বাড়িতে। গত ৬ আগষ্ট থেকে ওই প্রতিবন্ধি মা ও তার মেয়ে অবস্থান করছেন সেখানে। দেশের এই সংকট মুহুর্তে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিক সহায়তার অভাবে আশ্রয়দাতা পরিবারটি প্রতিবন্ধী মা  ও মেয়েকে রেখে দেয় তার বাড়িতে। উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল এবং সর্বানন্দ ইউপি চেয়ারম্যান গণমাধ্যম কর্মীর আবেদনে প্রতিবন্ধী মা ও মেয়েকে সহায়তা প্রদান করেন।

গত ৬ আগষ্ট মঙ্গলবার বিকালে আব্দুর রাজ্জাকের বাড়ির পূর্বপাশে রাস্তার ধারে বাঁশঝাড়ের নিচে প্রতিবন্ধী মা, তার তিন বছর বয়সের মেয়েকে নিয়ে কান্না করছিল। সেই সময় ওই পথ দিয়ে আব্দুর রাজ্জাকের স্ত্রী কোহিনুর বেগম যাচ্ছিল। প্রতিবন্ধী ওই নারী কোহিনুর বেগমকে জড়িয়ে ধরে কান্না করে এবং ইশারার মাধ্যমে তার বাড়িতে আশ্রয় চায়। পরে আব্দুর রাজ্জাকের স্ত্রী কোহিনুর বেগম প্রতিবন্ধী মা ও তার মেয়েকে বাড়িতে নিয়ে যায়। দীর্ঘদিন হতে ওই বাড়িতে অবস্থান করছিলেন প্রতিবন্ধি মা ও মেয়ে। 

এর আগে, গেল ৯ আগস্ট মাধুকর ডট নিউজে ‘মা-মেয়ে ফিরতে চান পরিবারের কাছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad