Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৬

মমতার উদ্দোগে ইলেকট্রনিক-রেজিষ্টার রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

মমতার উদ্দোগে ইলেকট্রনিক-রেজিষ্টার রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

মমতা প্রকল্প এবং ফ্যামিলি প্লানিং-এর সমন্বয়ে FWA ই-রেজিস্টার রিফ্রেসার্স দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মমতা প্রকল্পের অধিনে গাইবান্ধা সদর, সুন্দরগন্জ, সাঘাটা ও ফুলছড়ি ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর এবং পরিবার কল্যান সহকারী সকলকে দুই দিন ব্যাপি করে মোট ৯টি ব্যাচের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণটি একটি যুগোপযোগী এবং স্মার্ট তথ্যের জন্য অনেক গুরুত্ব বহন করে। একটি ইউনিয়নের পরিবার ভিত্তিক সার্বিক আপডেট তথ্য পাওয়ার ক্ষেত্রে একটি নির্ভুল তথ্য সংগ্রহের জন্য অনেক সহায়ক। আর এই কাজগুলো সম্পুর্ণ ইলেকট্রনিক মাধ্যম ট্যাব এ করার প্রক্রিয়াটা স্মার্ট বাংলাদেশ এর স্মার্ট তথ্যের ভান্ডার ও বটে।
ই-রেজিস্টার প্রশিক্ষণ ফ্যামিলি প্লানিং ডিপার্টমেন্ট এর ই-এমআইএস সেক্টরের টেকনিক্যাল এক্সপার্ট এর সহযোগীতায় দেওয়া হয়। মমতা প্রকল্পটি বাস্তবায়ন করছে এসকেএস ফাউণ্ডেশন এবং সার্বিক সহযোগীতায় আছেন সেভ দি চিলড্রেন এবং কৈইকা। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad