ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ►
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা। ১২ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই এলাকার সমেস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও চর ভুরুঙ্গামারী ইউনিয়নের দীঘিরপাড় এলাকার মৃত পাগর উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫০) তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।