• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-২-২০২৪, সময়ঃ দুপুর ০১:৫৭
  • ৯৭ বার দেখা হয়েছে

ভাষা দিবসে গাইবান্ধায় শুরু হলো পঠন প্রতিযোগিতা

ভাষা দিবসে গাইবান্ধায় শুরু হলো পঠন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক►

শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাধীন পাঠক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধায় শুরু হলো সপ্তাহব্যাপী ‘পঠন প্রতিযোগিতা’। জেলার এক হাজার ৪৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় ইউএসএআইডি-এর ‘এসো শিখি প্রকল্প’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১শে ফেব্রুয়ারি) সকালে জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার সূচনা হয়। পরে একই উপজেলার নলডাঙ্গা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠান দুটির প্রথম থেকে পঞ্চম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে প্রতিযোগিতার শ্রেণিভিত্তিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএআইডির এসো শিখি প্রকল্পের সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার অর্পণা ঘোষ, প্রকেল্পর উপজেলা কো-অর্ডিনেটর সাহিদা সুলতানা ও মিজানুর রহমান, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম এবং নলডাঙ্গা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা প্রমুখ। 

এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও প্রকল্প সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়