Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৪

ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

মাধুকর ডেস্ক►

প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারত নারী ক্রিকেট দলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগ্রেসরা।

রবিবার (১৬ জুলাই) মিরপুরের হোম অব ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভার ৫ বলে ১১৩ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশ জয় পায় ৪০ রানে। 

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও অধিনায়ক নিগার সুলতানার ৩৯ রানের সাথে ফারজানার ২৭ রানের সুবাদে দেড়শ পার হয় বাংলাদেশের ইনিংস। এছাড়া মুর্শিদা খাতুন ১৩, ফাহিমা খাতুন ১২ ও সুলতানা খাতুন করেন ১৬ রান। ভারতের আমানজোত কর নেন ৪ উইকেট। বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত হয় ৪৪ ওভারে। 

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৩৫ ওভার ৫ বলে ১১৩ রানে অলআউট হয়। ভারতের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন দিপ্তী শর্মা। মারুফা আক্তার ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেট নেন বাংলাদেশের হয়ে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad