জয়নুল আবেদীন, সাঘাটা►
উত্তরের কৃষি নির্ভর জনপদ গাইবান্ধার সাঘাটায় প্রায় দুই সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় প্রচন্ড শীতের প্রভাবে কৃষকের মাঠে বোরো বীজতলার চারা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে সবুজ রং থেকে ক্রমশ হলুদ হয়ে তা শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এসব বীজতলা রক্ষা করা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কৃষকরা জানান, বোরো ধান আবাদের আশা নিয়ে মাঠে বীজ বপন করেছেন। এসব বীজ গজিয়ে ওঠার পর ভালোমানের চারা উৎপাদনের সম্ভাবনা দেখা দেয়। এরই মধ্যে প্রচন্ড শীতে কুয়াশায় কৃষকদের বীজতলায় সবুজ রঙ থেকে হলদে রঙে পরিণত হচ্ছে। সেই সঙ্গে বীজতলার চারা গুলো শুকিয়ে যাচ্ছে।
এ নিয়ে কৃষি বিভাগের লোকজনকে জানানো হলেও কেউ পরামর্শ দিতে আসেনি বলে কৃষকদের অভিযোগ উঠেছে। কিন্তু কৃষি বিভাগ বলছে বীজতলা রক্ষায় কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে, সবসময় বীজতলায় পানি ধরে রাখাসহ পলিথিনের ছাউনি দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দেওয়া আবশ্যক। সেই সঙ্গে দৈনন্দিন সকালে রশি টেনে চারা থেকে কুয়াশার শিশির ঝরিয়ে ফেলা জরুরী।
এ বিষয়ে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান বলেন, চলতি মৌসুমের উপজেলার ১০টি ইউনিয়নে ১৪ হাজার ৪৯২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নিয়ে ৯৩২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো বীজতলা করা হয়েছে। কয়েকদিন ধরে প্রচন্ড শীতের কারণে বীজতলা গুলোতে কোল্ড ইনজুরি দেখা দিয়েছে। এসব বীজতলা রক্ষায় কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছে।