Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৭

বৈশাখেও ঘন কুয়াশায় আচ্ছন্ন দিনাজপুর

বৈশাখেও ঘন কুয়াশায় আচ্ছন্ন দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি ►

সারা দেশের মতো দিনাজপুরও পুড়ছে তাপদাহে। কিন্তু হঠাৎ এমন ঘন কুয়াশা দেখে অবাক হয়েছেন অনেকেই। সোমবার ভোরে দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘন কুয়াশা ল্য করা গেছে। বৈশাখ মাসেও এমন কুয়াশা দেখে অবাক হয়েছেন অনেকেই। 

কথা হলে আউলিয়াপুর ইউনিয়নের মোছাদ্দেক হোসেন বলেন, কাজ শেষে বাসায় ফেরার পথে শনিবার রাতেই কিছুটা কুয়াশার উপস্থিতি ল্য করেছি। আজকে সকালে তো শীতকালের মতই ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। আগে কখনও বৈশাখ মাসে এমন কুয়াশা দেখা যায়নি। ঠা-া-গরম আবহাওয়ার কারণে অনেকেই অসুস্থ হচ্ছে। আমি নিজেও অসুস্থ।

একই এলাকার আসাদুজ্জামান বলেন, সকালে উঠে কুয়াশা দেখে তো শীতকাল মনে হচ্ছিল। কনকনে ঠা-া বাতাস থাকলে পুরোপুরি শীতকাল লাগত। আগে তো এমন কুয়াশা দেখিনি। এই রকম ঠা-া-গরম আবহাওয়া হলে তো মানুষের অসুখ-বিসুখ বেড়ে যাবে।

দিনাজপুর আবহাওয়া পর্যবেণাগার কেন্দ্র সূত্রে জানা যায়, কুয়াশার মত দেখা গেলেও এগুলো কুয়াশা নয়। এগুলো এক প্রকার ডাস্ট বা এ্যারোসল বলে। এগুলো ধুলাবালু কণার সমষ্টি। বিভিন্ন কারণেই এমনটা হয়ে থাকে। সাধারণত মেঘমুক্ত আকাশ থাকলে এমন দৃশ্য দেখা যায়। সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত এ ধরনের লণ পরিলতি হয়ে থাকে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া।

দিনাজপুরে রোববার সকাল ৯টায় ২৩ ডিগ্রি সেলসিয়াস ও বিকেল ৩টায় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad