মাধুকর ডেস্ক ►
বর্ণিল আয়োজনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রশাসন ভবনের দক্ষিণ গেটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপউপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে বেলুন ও পায়রা ওড়ানো হয়েছে। এরপর ক্যাম্পাসে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা। শোভাযাত্রাটি পার্কের মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে শেষ হয়। সকাল ১১টায় স্বাধীনতা স্মারক মাঠে কেক কাটেন। স্মৃতি হিসেবে একটি বৃক্ষরোপণও করা হয়েছে। পরে ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।