Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১১

বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে গাইবান্ধার ক্যাডার শিক্ষকরা

বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে গাইবান্ধার ক্যাডার শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে তিনদিনব্যাপী কর্মবিরতি শুরু করেছে গাইবান্ধার বিসিএস ক্যাডার শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে এ সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে তারা।

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নিতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভ‚ক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভ‚তদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ তৈরির দাবি জানান শিক্ষকরা। 

এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনিছা আক্তার বেগম চৌধুরী, নির্বাহী সদস্য প্রফেসর মোঃ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আ.ফ.ম শহীদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো: ইফতেখারুর রহমান, সহযোগী অধ্যাপক  মো: মাসুদুর রহমান, আশরাফুজ্জামান মিলন, মো: আনোয়ার হোসেন, মো: বাবুল আকতার, সহকারী অধ্যাপক মো: মমিনুল ইসলাম, ড. মুহম্মদ মিজানুর রহমান, খন্দকার মশিউর রহমান, আব্দুর রহিম, হারুন অর রশীদ, রায়হানুল ইসলাম পল্লব, প্রভাষক আশফাখুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শিহাব উদ্দিন, আক্তারুজ্জামান রানা, মো: ওয়াশিম মিয়া, শারমিন চৌধুরী, সাবিনা ইয়াসমিন, রাশেদ মিয়া, রাগীব শাহরিয়ার, আনারুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad