Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৪৭

বিভিন্ন আয়োজনে সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

বিভিন্ন আয়োজনে সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেশকিছু কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ (শুক্রবার, ১ নভেম্বর) জাতীয় যুব দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, যুব চেক বিতরণ ও টেকাব ২য় পর্যায়ের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন। 

উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহম্মেদ লস্করের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমির অধ্যক্ষ মো. একরামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারি প্রধান শিক্ষক মো.মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন, সুন্দরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মো. মোশারফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দ, নারী যুব সমিতির সভাপতি খাতিজা বেগম প্রমুখ। 

এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দুইজন সফল উদ্যোক্তার মাঝে চেক বিতরণ ও টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৪০ জন প্রশিক্ষণার্থীর কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad