নিজস্ব প্রতিবেদক►
‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ প্রতিপাদ্যে গাইবান্ধায় বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে শহরের পৌরপার্ক থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সোহেল মাহমুদ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহ্-এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুল আলম খোকন, প্রতিবন্ধী সংগঠক শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার শতাধিক প্রতিবন্ধী এতে অংশ নেন।
শেষে চারজন দৃষ্টি প্রতিবন্ধীকে স্মার্ট সাদাছড়ি উপহার দেয়া হয়।