নিজস্ব প্রতিবেদক ►
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে শহরের ১নং রেল গেইট এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা আহবায়ক রেবতী বর্মন, সিপিবি জেলা স¤পাদক মন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, বাসদ মার্কসবাদী জেলা নেতা মাহবুবর রহমান খোকা, বাসদ মার্কসবাদী জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন, সাময়িক বিদ্যুৎ সংকট সমাধানের কথা বলে গত ১০ বছরে ক্যাপাসিটি চার্জ বাবদ ৯০ হাজার টাকা কেন বিশেষ গোষ্ঠীকে দেয়া হলো জাতি তা জানতে চায়। এর জবাব অবশ্যই জনগনকে দিতে হবে। তাঁরা আরো বলেন, সম্প্রতি সরকার বলেছেন, বৈধভাবে মুঠোফোনে এবং ইন্টারনেটে আড়িপাতার যন্ত্র বসানো হবে যা অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা আছে। এই অধিকার লঙ্ঘন করলে তা হবে সাইবার অপরাধের শামিল।