সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাল্য বিয়ে ও যৌতুক প্রথা প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকার সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয়ের বাস্তবায়নে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে আজ বুধবার উপজেলার কাটগড়া উচ্চ বিদ্যালয় মাঠে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার। বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান সরকার, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাজান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, প্রকল্প কর্মকর্তা আহসান হাবিব প্রমুখ। ক্যাম্পেইনে ওই বিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।