সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পূর্বাভাস ও পূর্বপ্রস্তুতি বিধিমালা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউ-েশনের প্রদৃপ্ত প্রকল্পের বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং MACP এর অর্থায়নে আজ মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, প্রদৃপ্ত প্রকল্পের টেকনিক্যাল কো-অডিনেট বায়েজীদ বোস্তামী, সিনিয়ার অফিসার শারমিন বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর মুন্নি বেগম প্রমুখ।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বন্যার পূর্বাভাস এবং পূবপ্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক সমুহ উপস্থাপন করা হয়। এছাড়া বন্যার প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।