Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৮

বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

রংপুর সংবাদদাতা ►

জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মাবুদ হক (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালিপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মাবুদ হক ওই এলাকার জাহিদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকার সুকুমার নামের এক ব্যক্তির জমিতে কাজ করতে যান মাবুদ। এর আগে থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মাবুদ মারা যান। পরে পাশের জমির কয়েকজন কৃষক তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad