সুন্দরগঞ্জ প্রতিনিধি►
সুন্দরগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ মানবসম্পদ উন্নয়নে দলগতভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে আজ বুধবার (২ আগস্ট) তাকে সংবর্ধনা প্রদান করা হয়। কর্মক্ষেত্রে উপজেলার সুনাম অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, নির্বাচন অফিসার সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা, সহকারি শিক্ষা অফিসার মদিনা হাসান বিল্পব প্রমুখ।
গত ৩১ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর কাছ থেকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ গ্রহন করেন আবুল কালাম আজাদ। ‘এক পল্লী এক পণ্য-পণ্যভিত্তিক পল্লী সৃজন অবদানের’ শিরোনামে মানবসম্পদ উন্নয়নে দলগতভাবে গাইবান্ধা জেলার পাঁচজন কর্মকর্তা এই পদক পান।
আবুল কালাম আজাদ ২০১১ সালের ২০ জুলাই চাকরি জীবন শুরু করেন। ২০১৯ সালের ২২ জুলাই তিনি সুন্দরগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন।