ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী ►
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী শিংপাড়ায় অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জুন) পুখুরী শিংপাড়া সার্বজনীন হরিবাসর প্রাঙ্গণে দিন-রাত ব্যাপী এ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুখুরী শিংপাড়া হরিবাসর কমিটির উদ্যোগে আয়োজিত হরিনাম পরিবেশন করেন বিভিন্ন জেলার ৫টি কীর্ত্তন দল। দলগুলো হচ্ছে সিলেটের নবসখি সম্প্রদায় (নারী), ঠাকুরগাঁও পীরগঞ্জের পবিত্রা সম্প্রদায় (পুরুষ-নারী), দিনাজপুরের বিরলের নবরূপা সম্প্রদায় (পুরুষ-নারী), পার্বতীপুরের মা লক্ষ্মী সম্প্রদায় (পুরুষ-নারী) ও ফুলবাড়ীর রাধাকৃষ্ণ সম্প্রদায় (পুরুষ-নারী)।
এ সময় সরেজমিন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, সদস্য সাংবাদিক প্লাবন শুভ, সদস্য হীরেন্দ্র নাথ বর্মন প্রমুখ। মহানাম যজ্ঞানুষ্ঠানে বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক সব বয়সি নারী ও পুরুষের সমাগম ঘটে।