Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৭

ফুলবাড়ীতে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতা কাযক্রমের উদ্বোধন

ফুলবাড়ীতে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতা কাযক্রমের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ►

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে গতকাল সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন কাযক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার খয়েবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজারে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইফ ভেরিনফিকেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন এবং বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী সবায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান জানান, উপজেলায়য় ৮ হাজার ৫৪০ জন বয়স্ক, বিধবা ৫ হাজার ৭৬৩ জন এবং প্রতিবন্ধী ৩ হাজার  ৭৯৮ জন ভাতাভোগী রয়েছেন। এসব ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন করা হচ্ছে। যা প্রথম পর্যায়ে খয়েরবাড়ী ইউনিয়নে উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হলো। এ কার্যক্রমের কার্যত ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশনের উদ্দেশ্য হচ্ছে তাদের নাম, ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ঠিক আছে কি না তা যাছাই করা। পর্যায়ক্রমে এ কার্যক্রম উপজেলার পৌর এলাকাসহ সাত ইউনিয়নের চলবে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad