গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়ায় আরমান আবির হজ্ব সার্ভিসের উদ্যোগে ওমরাহ কাফেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া বাজারে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওমরাহ হজ্ব পালনের জন্য মোট ৭২ জন এই কাফেলায় অংশ গ্রহণ করেন। আরমান আবির হজ্ব সার্ভিস ও হাসিনা এয়ারট্রাভেলস এর স্বতাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেন অংশগ্রহণকারীদের উদ্যেশে হজ্ব পালনের জন্য সরকার ঘোষিত বিভিন্ন নিয়মকানুন ও বিধিনিষেধ পালন সেখানে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি ও খাদ্য গ্রহণ, চিকিৎসা সেবা, শৃঙ্খলা মেনে চলার পরামর্শ প্রদান করেন।
এসময় তিনি যে কোন সমস্যায় প্রতিষ্ঠানের নিজস্ব নম্বরে যোগাযোগ করতে বলেন। পরে দুটি গাড়ীতে করে নিবিঘেœ ফুলপুকুরিয়া থেকে ঢাকার শাহ জালাল এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন।
আরমান আবির হজ্ব সার্ভিস ও হাসিনা এয়ারট্রাভেলস এর স্বতাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, আমার প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে প্রতিবছর হজ্ব ও ওমরাহ হজ্ব পালনের পাশাপাশি ইসলামের দর্শণীয় স্থান সমূহ পরিদর্শণে নির্ভরতার সাথে দায়িত্ব পালন করে আসছে। আগামীতে আরো ভাল সেবা দানে আমরা চেষ্ঠা অব্যহত রেখেছি।