Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১০-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২৭

ফুলছড়ির চরাঞ্চলে উদযাপিত হলো আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

ফুলছড়ির চরাঞ্চলে উদযাপিত হলো আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

নিজস্ব প্রতিবেদক►

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, খেলাধুলা, স্টল প্রদর্শনী, বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও পুরস্কার বিতরণ। 

উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ (রবিবার, ২৭ অক্টোবর) এসব কর্মসূচি পালন করা হয়। এতে চরাঞ্চলের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে এসকেএস ফাউন্ডেশনের ‘ক্রিয়া’ প্রকল্প।

‘গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করি’ এই স্লোগানে এদিন সকালে শুরু হয় গ্রামীণ মেলা। এতে চরাঞ্চলের নারীরা ছয়টি স্টলে অংশ নেয়। স্টলগুলোতে বন্যা সহনশীল বাড়ি, নারী নেতৃত্ব বিকাশ ও কিশোরী কর্নার, ক্রিয়া প্রকল্পের কার্যক্রম উপস্থাপন, জলবায়ু সহনশীল পদ্ধতিতে হাঁস-মুরগী, গবাদী প্রাণিপালন ব্যবস্থাপনা, নারীদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম প্রদর্শন এবং ফুড ব্যাংক ও সিড ব্যাংক প্রদর্শন করা হয়। পাশাপাশি নারীদের বাস্কেট বল খেলা, ভিন্নরূপে পুরুষের পেঁয়াজ কাঁটা প্রতিযোগিতা, কিশোরীদের দৌঁড় প্রতিযোগিতা, চোখ বেঁধে বধুর কপালে টিঁপ দেওয়া এবং প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা। এছাড়াও মেলা চত্বরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এসকেএস হাসপাতালের সহযোগিতায় এতে চরাঞ্চলের বিভিন্ন বয়সী নারী-পুরুষ, প্রতিবন্ধী ও বয়স্করা সেবা নেন। 

এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সভাপতি শিক্ষক ইব্রাহিম ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম, ফুলছড়ি থানার এসআই রশিদুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের জেন্ডার চাইন্ড প্রটেকশন এন্ড সেফগার্ডিং’র সমন্বয়কারী উম্মে কুলছুম ইলা, ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, জয়িতা বিথি বেগম ও ইয়ারন বেগম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, শিক্ষক রওশন আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad