ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মাদক, জঙ্গী, সন্ত্রাসবাদ ও অন্যান্য সামাজিক অপরাধ নিরোধ কল্পে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে দুর্গম চরাঞ্চলের এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ ইবনে মিজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল আব্দুল্লাহ আল মামুন। এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান, সাইদুর রহমান, শাহ জামাল, মমিনুল ইসলাম, আব্দুর রশিদ, ছানোয়ার হোসেন বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী মন্ডল, শিক্ষক আ.ম বজলুর রশিদ প্রমুখ।
সভায় বক্তারা মাদক, জঙ্গী, সন্ত্রাসবাদ ও অন্যান্য সামাজিক অপরাধের উদ্ভব, বিস্তার, শাস্তি, সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক অশান্তিসহ নানাদিক তুলে ধরেন। মাদক, জঙ্গী ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। এসময় স্থানীয়রা চরাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।