নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়া মহিলা কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের উচ্চতর গনিতের শিক্ষক মাহিনুর রহমানে আত্নার মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে কলেজের উদ্যোগে হল রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজের সভাপতি মফিজ উদ্দিন শেখের সভাপতিত্বে ও শিক্ষক নুরে আযমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, শিক্ষক মোমিনুল ইসলাম, হুমায়ন কবির, আব্দুল হালিম, হারুন অর রশিদসহ অনেকেই। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কাওছার হাবীব, ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন শামীম, সিরাজুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
মাহিনুর রহমানের অকাল মৃত্যতে কলেজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়। পরে পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।