ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সঙ্গ প্রকল্প ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন সচিব ধনঞ্জয় কুমার।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , ইউপি সদস্য শফিকুল ইসলাম সাজু, আব্দুল খালেক, আজাদুর রহমান আজাদ হামিদ , সৈয়দ মাহবুবার রহমান হীরক,নুরে আলম হাউলিদার, প্রমুখ।
চলতি অর্থবছরের জন্য এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৮৫৮ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১২ লক্ষ ৮০ হাজার ৬৯৫ টাকা। উন্মুক্ত বাজেটে ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু উপস্থিত ইউনিয়ন বাসির প্রশ্নের সরাসরি উত্তর দেন।