ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বেআইনী ও বিধি বহির্ভূতভাবে গঠিত এডহক কমিটি বাতিলের দাবীতে গাইবান্ধার ফুলছড়ি সহকারী জজ আদালতে মামলা হয়েছে। বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রী মোছা. আশরাতুন উম্মার অভিভাবক মো.আবুল কালাম আজাদ ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আমিনুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননি গোপাল ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা উপেক্ষা করে অত্যন্ত গোপনে কমিটি গঠন সংশ্লিষ্টদের যোগসাজসে নতুন কুমার দাসকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদনের জন্য দিনাজপুর শিক্ষাবোর্ডে দাখিল করেন। দিনাজপুর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক গত ১৩/০৯/২০২২ইং তারিখে ২/এড/১৩৯৩/১৪৫৮(৬) স্মারকে উক্ত এডহক কমিটি অনুমোদন করেন।
এডহক কমিটির বৈধ্যতা চ্যালেঞ্জ করে এবং অনুমোদিত কমিটি বেআইনী যোগসাজসী, অসৎ উদ্দেশ্য প্রণোদিত অকার্যকর দাবী করে বিদ্যালয়ের উপর বাধ্যকর নহে মর্মে ডিক্রী পাওয়ার জন্য বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আমিনুল ইসলাম এই মামলা করেন।
মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কারণ দর্শনোর জন্য প্রধান শিক্ষক ননি গোপাল, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকসহ ১১ জন বিবাদীর প্রতি সমন জারী করেছে।