ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধ গডে তোলার আহ্বান জানিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রজেক্ট এর আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে সোমবার (২২ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ইউনিয়ন সমাজকর্মী শফিকুল রহমান খান, ইউপি সদস্য মকবুল হোসেন, সাংবাদিক শাহ আলম যাদু, স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার রেখা খাতুন প্রমুখ। মতবিনিময় সভায় গন্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, কিশোর কিশোরী, এনজিও কর্মী ও সমাজ কর্মীগণ অংশগ্রহণ করেন।