ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমুহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলী পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় এসকেএস ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবা সমুহ অবহিতকরণ সম্পর্কিত এক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি সহিদুর রহমান।
কর্মকর্তারা তাদের স্ব স্ব দপ্তরে যেসকল সেবা ও সুযোগ সুবিধা আছে তাহা বিশদ আলোচনা করেন ও সেবা প্রাপ্তির নিয়ম-কানুন সম্পর্কে জানান। এতে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় লক্ষিত জনগোষ্ঠীর পিভিসি, কিশোর-কিশোরী, প্রতিবন্ধীতা এবং মা ও শিশু ফোরাম-এর প্রতিনিধিবৃন্দ এবং উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।
উক্ত ওরিয়েন্টেশনের উদ্দেশ্য হচ্ছে পিপিইপিপি-ইইউ প্রকল্পের অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তিতে সুযোগ সৃষ্টি করা। তৃণমূল পর্যায়ে অতিদরিদ্র জনগোষ্ঠীর যাতে করে মান সম্মত স্বাস্থ্য সেবা সহজলভ্য হয়, গুনগত স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদানে সরকারি প্রতিষ্ঠান সমুহ অধিকতর সক্রিয় হয় এবং সরকারের আওতায় বিদ্যমান বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী, প্রশিক্ষণ, ইনপুট সহায়তা, কার্ডসহ বিভিন্ন সেবা ও সুযোগ-এ যুক্ত করার বিষয়ে অবহিত করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তাগনকে নিজ নিজ দাপ্তরিক সেবা প্রদানের ক্ষেত্রে অতি দরিদ্রজনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া ও বর্তমান সরকারের উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান।