ফুলছড়ি প্রতিনিধি
ফুলছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলের রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কঞ্চিপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে হোসেনপুর গ্রামে ইউপি সদস্য আবদুল খালেক মিয়ার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার। ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, ইউপি সদস্য আবদুল খালেক মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে গণভোজ অনুষ্ঠিত হয়।