ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার ফুলছড়িতে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মিরাজ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় তার সাথে থাকা ছোট বোন রুকাইয়া আকতার (৪) কে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার চন্দিয়া গ্রামের এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের রিপন আহমেদ ঝন্টু মিয়ার সন্তান।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খাওয়া শেষে ভাইবোন মিরাজ ও রুকাইয়াসহ প্রতিবেশি সিয়াম মিয়া (৫) নামে এক শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে তারা তিনজন পুকুরে পানিতে পড়ে যায়।
এসময় রুকাইয়া ও সিয়াম অল্প পানিতে পড়লেও মিরাজ নামের শিশুটি গভীর পানিতে ডুবে যায়। বাড়ির আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুকুরের পানিতে নেমে মিরাজকে মৃত ও অন্য দুইজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। আহতদের মধ্যে রুকাইয়ার অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, ছেলের মৃত্যু ও শংকটাপন্ন মেয়েকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ঝন্টু মিয়া ও স্ত্রী মিনারা বেগম। প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী পুকুরের ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হবে।