ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশ্বনী কুমার বর্মন, কালিরবাজার গরুর হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় আসন্ন ঈদ আজহা উপলক্ষে হাটে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা না নেয়া, বালাসী - গাইবান্ধা সড়কে রাত্রীকালীন নিরাপত্তা জোরদার, সড়ক যানজট মুক্ত রাখা, হাটে জাল টাকা পরীক্ষা যন্ত্র ব্যবহার, করোনা মোকাবেলার জন্য মাইকিং করা, হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।