ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
ভারতে বিজেপি বিধায়ক কর্তৃক ইসলাম ও মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদ, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (রবিবার, ২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলছড়ি উপজেলা শাখা আয়োজিত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সায়েমের সঞ্চালনায় সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হুসাইন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী অন্দোলন ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিএসসি, ইসলামী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, ইসলামী যুব আন্দোলন ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শাহিন সরকার, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক মাহফুজ সরকার রাকিব, মুজাহিদ কমিটি ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।
গণসমাবেশে উপজেলার সাত ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।